বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যশোর জিলা স্কুলের অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জেলা ও কলেজ পর্যায়ে কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ স্কাউট যশোর জেলার নির্বাহী কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক, সহ সভাপতি জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহসভাপতি (মুক্ত দল) আব্দুর রহমান খান, সহসভাপতি (স্কাউট শাখা) ইশতিয়াক হোসেন, সহসভাপতি (কাব স্কাউট শাখা) তৌহিদুর রহমান, কমিশনার মোকলেছুর রহমান, কোষাধ্যক্ষ এস এর আকিফুজ্জামান, সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, লিডার ট্রেনার প্রতিনিধি আফম আসাফুদ্দৌলা, এসএম ফারুক হোসেন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি এস এম ফারুক হোসেন, রজব আলী, আমীর হামজা।
এর আগে কলেজ ইউনিটের কমিটি গঠন করা হয়। কমিটিতে সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার, প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা, মফিজুল ইসলাম, জেএম ইকবাল হোসেন, জাকির হোসেন পলাশ। কমিশনার মফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান, সম্পাদক আবু সাইদ, যুগ্ম সম্পাদক চিরজিৎ আচার্য, গ্রুপ সভাপতি প্রতিনিধি সেলিম ইকবাল, রোভার নেতা প্রতিনিধি হাবিবুর রহমান ও ইমরান হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি প্রকৌশলী আইউব আলী ও সৈয়দ আজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের উপ পরিচালক আব্দুর রশিদ, জেলা স্কাউটস আব্দুর রহমান খান, শিক্ষা বোর্ডের ক্রীড়া অফিসার আ ফ ম আশাফুদ্দৌল্লা, এলটি জিএম জুলফিকার আব্দুল্লাহ, এএলটি একরামুল কবির উজ¦ল, ইয়ং লিডার আব্দুল হাকিম প্রমুখ।