বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বাবলু রহমান, মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল করিম, লাউড়ী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার, গুজব প্রতিরোধ, শিশু ও নারীর স্বাস্থ্য, নৈতিকতা ও সুশাসন প্রভৃতি বিষয়ে বক্তব্য প্রদান করেন। নারী সমাবেশে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। এছাড়া লাউড়ী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।