ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটি-বালু বিক্রির দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের নেতৃত্বে ঝিকরগাছা সদর ইউনিয়নের বেড়েলা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কৃষি জমির মাটি পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার ভাণ্ডারি মোড়স্থ শাহ্ ব্রিকসে বিক্রির অভিযোগে ওই গ্রামের নুরুল আমীনকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাকালীন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, পৌর/ইউনিয়ন ভূমি সহকারী, সার্ভেয়ারসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।