বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও সবুজ একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
বক্তব্যের শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ , ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিপিএ-৫ পাওয়া মূল বিষয় না, ভালো মানুষ হওয়াটাই মূল লক্ষ্য হতে হবে। বিশ্ব এখন পাল্টে গেছে। সারা বিশ্ব এখন উন্মুক্ত হয়ে গেছে। বিশ্বের সাথে তালমিলিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাল্টু, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ, তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি প্রমুখ।