কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদাহ গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পৌরসভার পুকুরের পানিতে ডুবে ফায়েজ হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশু ফায়েজ ওই গ্রামের রাশিদুল ইসলামের একমাত্র ছেলে।
শিশুটির চাচা রাজিব হোসেন জানান, বিকেলে শিশুটি বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খুজতে শুরু করেন। একপর্যায়ে দেখতে পান স্কুলের সামনের পুকুরের পানিতে ভেসে আছে। তারা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবীর হোসেন মাতুব্বর বলেন, শিশুর মৃত্যুর বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি। আপনার কাছ থেকে জানলাম। খোঁজ নিয়ে দেখছি কি ঘটনা ঘটেছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিরোনাম:
- প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলার ভোর, সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয়
- আজ যশোর আইনজীবী সমিতির নির্বাচন
- তিন বছরে বাংলার ভোর
- যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিনে মুক্ত
- পোফ যশোরের উদ্যোগে তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- যশোরে ড্রেনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার
- জনগণ স্বাধীন ভাবে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দেবে এটাই গণতন্ত্র : নার্গিস বেগম
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপশহর ইউনিয়নের ফাইনাল নিশ্চত
