কোটচাঁদপুর সংবাদদাতা
অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করি। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। সকল ধরনের অপকর্ম থেকে দূরে থেকে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ান। স্মার্ট হওয়া ভালো, তবে ওভার স্মার্ট হওয়া ভালো না। এখন শুনছি অতি উৎসাহী হয়ে বিভিন্ন কর্মকাণ্ড করছেন। করেন সমস্যা নেই তবে পা পিছলে গেলেই খাঁদে পড়ে যাবেন সেখান থেকে আর উঠতে পারবেন না। দেশনায়ক তারেক রহমানের কাছে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সমস্ত ডাটা আছে। তিনি দেশের মাটিতে পা দেয়ার পরেই বুঝতে পারবেন কার নসিবে কি লেখা আছে।
কুশনা ইউনিয়নের কৃষক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীতে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসেবে উপজেলার ৩ নম্বর কুশনা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শনিবার বিকেলে তালসার প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
সমাবেশে উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুমিনুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম।
সমাবেশ সঞ্চালনা করেন পৌর কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ ফিরোজ উদ্দিন মানিক ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কাশেম বাবু।