বাংলার ভোর প্রতিবেদক
ন্যায্য মূল্যে ভোক্তার কাছে নিরাপদ কৃষি খাদ্য দ্রব্য পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে যশোরে যাত্রা শুর হয়েছে চাষী বাজার নামের একটি কৃষিপণ্যোর সুপার সপ। সোমবার সকালে সুপার সপের উদ্বোধন করেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোশারফ হোসেন।
যশোর শহরের জেল রোডের ভৈরব পাড়ে গড়ে ওঠা চাষি বাজার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম যশোরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডক্টর রাশেদুল হক, জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম, জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সদর উপজেলা কৃষি অফিসার হাসান আলী, প্রেসক্লাব যশোরে সাবেক সহসভাপতি নূর ইসলাম প্রমুখ।
যশোরের দুই তরুণ কৃষি উদ্যোক্তা মামুনুর রশীদ ও আবু হাসান নতুন এই চাষী বাজারের মূল উদ্যোক্তা। তারা জানান, তাদের লক্ষ্য হচ্ছে দেশের কৃষক ও কৃষি পণ্যকে মধ্যসত্ত্বভোগীদের কালো থাবা থেকে মুক্ত করে সরাসরি কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে ভোক্তার কাছে পৌঁছে দেয়া। এ সুপার সপের উদ্যোক্তারা যশোরাঞ্চলের কৃষকদের কাছ থেকে সরাসরি তাদের উৎপাদিত বিভিন্ন জাতের কৃষিপণ্য সংগ্রহ করে তা নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়া হবে।
শিরোনাম:
- আজ যশোর আইনজীবী সমিতির নির্বাচন
- তিন বছরে বাংলার ভোর
- যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিনে মুক্ত
- পোফ যশোরের উদ্যোগে তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- যশোরে ড্রেনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার
- জনগণ স্বাধীন ভাবে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দেবে এটাই গণতন্ত্র : নার্গিস বেগম
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপশহর ইউনিয়নের ফাইনাল নিশ্চত
- যশোরে শীতেও বাড়ছে ডেঙ্গু রোগী
