বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা করে।
আলোচনা সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মোর্তুজা ছোটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির হোসেন জেলার ভোটার সংক্রান্ত তথ্য-উপাত্ত তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গির আলম রাকিব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত হয়ে ভোট দিতে চায়। কিন্তু বিগত কয়েকটি নির্বাচনে ভোটের পরিবেশ বিঘ্নিত হয়েছে। এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার, যাতে পরবর্তী প্রজন্ম আমাদের দায়ি না করে। ভোট একটি বড় দায়িত্ব ও আমানত। ভোটারদের ভাবতে হবে, কার হাতে জান-মালের নিরাপত্তা থাকবে।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সবাই একসঙ্গে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান।