চৌগাছা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, দেশের জনগণ আগামীতে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এ জন্য একটি পক্ষ আমাদের সহ্য করতে পারছেন না। তাদের নাম বলছি না। তারা এখন চাঁদাবাজি টেণ্ডারবাজিতে ব্যস্ত।
তিনি যশোরের চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা জামায়াতের আয়োজনে চৌগাছা কামিল মাদরাসা মাঠে এই ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে আগামী নির্বাচনে জয়ী করার আহবান জানিয়ে তিনি বলেন, ডা. ফরিদ ঢাকা মেডিকেল কলেজ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে আমীরে জামায়াতের আহবানে দেশে এসেছেন। তাকে সংসদে পাঠানোকে যুদ্ধ হেসেবে নেবেন। এই নির্বাচনে বিজয়ী করাকে বদর, ওহুদ খন্দকের যুদ্ধের মতো নেবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জামায়াতে ইসলামী থেকে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, আমি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আপনাদের মাঝে এসেছি। নির্বাচনে জয়ী হই বা না হই আপনাদের সাথে আছি। আমি বর্তমানে আদ্্-দ্বীনের সাথে আছি। আদ্-দ্বীনকে ব্রিটিশ মানের হাসপাতাল করে এ অঞ্চল তথা দেশের সেবা করতে চাই। তিনি বলেন এরই মধ্যে আদ্-দ্বীনের উদ্যোগে আমরা ফ্রি এয়ার এম্বুলেন্স সেবা চালু করেছি। আমার মত ব্রিটিশ প্রবাসী অনেকেই দেশে এসে চিকিৎসা সেবায় অবদান রাখতে চায়। আমরা তাদের সেই সুযোগ করে দিতে আদ্-দ্বীনকে এমন চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই যেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এমনকি ভারত থেকেও চিকিৎসা নিতে মানুষ যশোরে আসেন। তিনি বলেন আমি শিশু, হৃদরোগ বিশেষজ্ঞ, ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ। আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই ভারতের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। তিনি বলেন আপনাদের জন্য আমার দুয়ার সবসময় খোলা। আপনারা খোলামনে আমার ভুল ধরিয়ে দেবেন। আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।
চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যশোর জেলা জামায়াত নেতা অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নূর ই আলম মামুন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, ইসলামী আন্দোলন চৌগাছা উপজেলার সভাপতি মাওলানা আনিছুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দীন চৌগাছা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দীন, সাবেক সেক্রেটারি ও পাশাপোল ইউপির সাবেক চেয়ারম্যন মাওলানা আব্দুল কাদের, উপজেলা জামায়াত নেতা ও স্বরুপদাহ ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল লতীফ চৌগাছার সর্বজন শ্রদ্ধেয় খতিব মাওলানা আলী আকবর প্রমুখ। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।