বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলানা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণ বিএনপির নেতৃত্বে তাদের সেই কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন পূরণে আজও তারা বিএনপির প্রতি অবিচল আস্থা রেখেছে। বিএনপি জনগণের সেই স্বপ্ন পূরণে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করে বিরামহীন ধারাবাহিক আন্দোলন করেছে।
মঙ্গলবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যে আওয়ামী লীগ বরাবরই নিজেদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করেয়েছিল, বিএনপির কোন কর্মী সেই অবস্থায় নিজেকে দাঁড় করাবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে দাঁড় করানোর দুঃসাহস দেখানোর চেষ্টা করে তার জায়গা বিএনপিতে হবে না।
সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, বিএনপি নেতা মোজাহার আলী প্রমুখ। ইফতার পূর্বে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এদিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির এক নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সহ সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।
এছাড়া সদরের নওয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাহাদুরপুর মাধ্যমিক স্কুল মাঠে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।