বাংলার ভোর প্রতিবেদক
যশোর সংস্কৃতিকেন্দ্রের সদস্যরা মাগুরাসহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সামনে তারা মানববন্ধন কর্মসূচি করেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ধর্ষকদের এ দেশের মাটিতে কোন ঠাঁই হবে না। সেইজন্য সরকারকে কঠোর থেকে কঠোরতম অবস্থানে যেতে হবে। নতুন বাংলাদেশে বির্তকিত ব্যক্তিদের কোন স্থান হবে না। বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য ফ্যাসিবাদীচক্র গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। বিভিন্ন কৌশলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারকে বির্তকিত করছে। তাই নারী হেনেস্তা ও ধর্ষকের বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। সামাজিক অবক্ষয়ের কারণে মূলত ধর্ষণ ও নারী হেনেস্তা বেশি হয়। সেইজন্য সমাজ পরিবর্তন করতে হবে। সামাজিক ভীত ও বন্ধন সুদৃঢ় করতে হবে।
যশোর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্কৃতিকেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশেম রেজা, নাট্য সম্পাদক মেহেদী হাসান, সদস্য অধ্যাপক আশরাফ আলী ও সদস্য অধ্যাপক তরিকুল ইসলাম।