বাংলার ভোর প্রতিবেদক
হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম যশোরের উদ্যোগে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রমজানের গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক নূর ই আলা নূর মামুন। বিশেষ অতিথির আলোচনা করেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ডাক্তার আবু হাসান জাহিদ। আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পেশাজীবী থানার তারবিয়াত সেক্রেটারি সৈয়দ সামসুল ইসলাম, ডাক্তার আবুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, রোজা মহান আল্লাহর তরফ থেকে একটি নেয়ামত। যার পুরস্কার মহান আল্লাহ নিজেই দিবেন। রমজান তাকওয়া অর্জনের সুবর্ণ সুযোগ। মুসলমান হয়ে আমরা কী কুরআনের সমাজ বাস্তবায়নে কাজ করছি কিনা সেটা বড় প্রশ্ন? অনুষ্ঠান থেকে কুরআন স্টাডির আহ্বান জানান বক্তারা। সঞ্চালনা করেন হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের সেক্রেটারি ডাক্তার ফয়সাল আহমেদ।