বাংলার ভোর প্রতিবেদক
পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রির দায়ে যশোরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। এছাড়া অভিযানে অন্য ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। এ সময় জেলা বাজার কর্মকর্তা, চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যশোর শহরে তরমুজের বাজার চড়া-ক্রেতারা অনেক দিন ধরেই এমন অভিযোগ করে আসছিলেন। রমজান ও কয়েকদিন ধরে অধিক দাবদাহের কারণে একটু স্বস্তি পেতে এবার ক্রেতাদের কাছে তরমুজের চাহিদাও বেশি। এই চাহিদাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সিণ্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। ক্রেতারা বলছেন, আগে বাজারে তরমুজ বিক্রি হতো পিস হিসেবে। কিন্তু কয়েক বছর ধরে ব্যবসায়ীরা তা কেজি হিসেবে বিক্রি করছেন। প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা করে হওয়ায় ৪০০-৫০০ টাকার নিচে কোনো তরমুজ কিনতে পারছিলেন না ক্রেতারা।
ক্রেতাদের এ নিয়ে ক্ষোভ আর নানা প্রশ্নের পর যশোরে তরমুজ বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সোমবার বিকেলে শহরের দড়াটানা, ঘোপ বউ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, ‘ব্যবসায়ীরা পিস হিসাবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছেন। এতে করে প্রতি তরমুজে দুই থেকে তিন শ’ টাকা পর্যন্ত লাভ করেন। এটা ক্রেতাদের সঙ্গে চরম প্রতারণা। এ জন্য অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’