বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে। যশোরে যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, সে বিষয়ে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে প্রশ্নপত্র গ্রহণের সময় ভুল করে অন্য বিষয়ের প্রশ্ন নেয়ার ঘটনা ঘটে। এসব সমস্যা রোধে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি করে কন্ট্রোল রুম থাকবে। পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর সময় পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ বছর যশোরে এসএসসি পরীক্ষার কেন্দ্র ৫৩টি, দাখিল পরীক্ষার কেন্দ্র ১৩টি, এসএসসি ভোকেশনাল কেন্দ্র ১২টি এবং এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র ২টি। আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন, মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আর ফারুক, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ জেলার সকল কেন্দ্র সচিব ও হল সুপারগণ।