বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মোবাইল কিনে দেয়ার প্রলোভনের ভিক্ষুকের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার কোতোয়ালী মডেল থানায় এই মামলা হয়। মামলার আসামি চুড়ামনকাটির উত্তরপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, ভিক্ষাবৃত্তি করে ১১ বছরের মেয়েকে নিয়ে চুড়ামনকাটিতে বসবাস করেন এক নারী। তিনি ভিক্ষার জন্য সারাদিন বাইরে থাকেন। এই সুযোগে এলাকার আব্দুর রহমান তাদের বাসায় যাতায়াত করতেন। একটি মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলে আবদুর রহমান তাকে কয়েকদিন ধরে নিয়মিত খারাপ কাজ করে আসছে। সর্বশেষ গত ১৫ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শিশুটির বাড়িতে আবদুর রহমান যায়। বাড়ির সামনে একটি বন্ধ দোকানের সামনে ডেকে নিয়ে আসে। তারপর আবারও মোবাইলের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি মেয়েটি পরদিন তার মাকে জানায়।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আটকের চেষ্টা চলছে।