বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আহলে হাদীছ পেশাজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বা’দ জুম্মা শহরের ষষ্ঠীতলাস্থ টাউন আহলে হাদীছ জামে মসজিদে যশোর সাংগঠনিক জেলা গঠন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে এ কমিটি গঠন করা হয়।
কমিটিভুক্তরা হলেন আহ্বায়ক অধ্যাপক শাহাজুল ইসলাম, সদস্য মাওলানা মনিরুজ্জামান, ইকবারুজ্জামান খান, আল-আমিন, তরিকুল ইসলাম, মেহেদী হাসান রাহুল, ডা. ফিরোজ মাহমুদ, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, আবু নাহিদ ও অ্যাড. আব্দুল ওয়াদুদ।
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ যশোর সাংগঠনিক জেলার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে হাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান।
বিশেষ অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. সাবিত বিন হান্নান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তারেক আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক হোসেন মাহমুদ, পাঠাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. নাজমুস সাকিব ব্রাইট। আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ যশোর সাংগঠনিক জেলার সভাপতি আবুল খায়ের সমাবেশে সভাপতিত্ব করেন।