বাংলার ভোর প্রতিবেদক
দ্যোতনা সাহিত্য পরিষদ যশোরের উদ্যোগে জয়তী সোসাইটিতে শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে এবং সম্পাদক শাহরিয়ার সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক আহাদ আলী, যশোর সাহিত্য পরিষদের কর্ণধার কবি মাজেদ নওয়াজ, দ্যোতনা সাহিত্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট আয়কর উপদেষ্টা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি রাজু আহমেদ, ব্যঞ্জন যশোরের সভাপতি পিন্টু জামান, চৌগাছা সাহিত্য পরিষদের সভাপতি মাফিজুল হক, কবি ও আবৃত্তিশিল্পী বকুল হক, দ্যোতনার সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালি, অমীয় কাসেম, সহকারী অধ্যাপক কবি সুরাইয়া শরীফ, শিক্ষক নেতা ইবাদত আলী খান, কবি মামুন আজাদ, কবিতরিকুল ইসলাম, কবি যোবায়ের আহমেদ, অগ্নিবীণা, যশোরের সহ-সভাপতি নজরুল ইসলাম বুলবুল, কবি এমএনএস তুর্কী, কবি নুরজাহান আরা নীতি, কবি ও শিল্পী রোমানা খান, কবি রশিদ শিমুল, প্রধান শিক্ষক শামসিরা হক, কবি আব্দুল লতিফ, কবি ধীমান শরীফ, কবি সানজিদা ফেরদৌস প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কবি ও গীতিকার মোকাররম হোসেন।