বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সাধারণ মানুষের মাঝে কাজ করতে হবে ভোট বৃদ্ধির লক্ষ্য নিয়ে। জাময়াতে ইসলামী অতীতে যেভাবে নির্বাচন করেছে এবারের নির্বাচন সে রকম হবেনা। এবারের নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার দিনব্যাপি জেলা পরিষদ মিলনায়তন (বিডি) হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, মসজিদ মিশনের জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলনা জহির উদ্দিন, অধ্যাপক আরিফুর রহমান কল্লোল প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক।
জামায়াতে ইসালামি শহর শাখা আমির অধ্যাপক শামছুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক মাস্টার নূর ই আলী নূর মামুন, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, শহর নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, শহর সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, নাজিম উদ্দীন,শহর কর্মপরিষদ সদস্য বদরুজ্জামান, নাহিদ হাসান, হাফেজ মাঈনুল ইসলাম চৌধুরী প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন শহর সেক্রেটারি ইমরান হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের এখন প্রধান কাজ হলো, প্রতিটা গ্রাম মহল্লায় ও ঘরে ঘরে ইসলামি দাওয়াত পৌঁছে দেয়া। যেন কোন একটা ঘরও বাদ না পড়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে। দায়িত্বশীলদের আচরণে সাধারণ মানুষের মনে আঘাত লাগে এমন কাজ করা চলবেনা। আমাদের কর্মীদের হতে হবে কোমল এবং মিষ্টভাষি।