বাংলার ভোর প্রতিবেদক
পৃথিবীতে দুইশ’ কোটি মুসলমান থাকলেও আজ গাজার মুসলিমরা অভিভাবকশূন্য। ফিলিস্তিনের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার শিকার হচ্ছে। পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের পবিত্রতম ভূমি, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাধন্য ফিলিস্তিনকে আমাদের চোখের সামনে মুছে ফেলা হচ্ছে। প্রতিমূহুর্তে বোমার আঘাতে মানুষের দেহ ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার শহরের বিভিন্ন স্পাটে এ কর্মমূচি পালন করে।
এ সময় বক্তরা বলেন, অভিশপ্ত ইহুদী জাতির পতন সময়ের ব্যাপার। সারাবিশ্বের মুসলমানরা আজ জেগে উঠেছে। ফিলিস্তিনে আর কোনো বোমা পড়লে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে। তারা বলেন, মুসলিম দেশগুলোর দ্বারা বেষ্টিত দখলদার ইসরায়েল মুসলমানদের পবিত্র ভূমি দখল করছে, অথচ আল্লাহ প্রদত্ত নেয়ামতপ্রাপ্ত শক্তিশালী মুসলিম দেশগুলো নির্বিকার। পরিস্থিতি এমন যে, মুসলিম নেতারা যেন ইসরায়েলের হাতে জিম্মি।
বক্তারা বলেন, মানবাধিকার সংগঠন, মুসলিম কমিউনিটি ও মুসলিম স্বার্থ রক্ষায় গঠিত সংস্থাগুলো নিচুপ থেকে ওই গণহত্যা প্রত্যক্ষ করছে। গাজাকে আজ মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। অবৈধ দখলদার ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী গাজার শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন
ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এসময় তারা ফিলিস্তিনি নিরীহ মানুষদের রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তরা বলেন, ফিলিস্তিনদের উপর চালানো নারকীয় হত্যাযজ্ঞে মুসলমানদের হৃদয় রক্তাক্ত করেছে। সেখানে চলমান হামলা একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নেতৃবৃন্দ ইসরাইলের উৎপাদিত পণ্য আমদানি ও তা বিক্রি বন্ধের আহ্বান জানান। একই সাথে বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ইসরাইল শব্দটি পুনঃসংযোজনের দাবি জানানো হয়।
মানববন্ধন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, শিক্ষার্থী আজমিরা বক্তব্য রাখেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজলসহ আরো অনেকে।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি:
মঙ্গলবার যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শহর ছিল মিছিলে মিছিলে উত্তাল। রাজপথে যেন অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর। জেলা ছাত্রদলের কর্মসূচিতে সংহতি জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল সহকারে যোগ দেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, যশোর জেলা স্বেচ্ছাসেবক সভাপতি মোস্তফা আমীর ফয়সল, নগর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নগর স্বেচ্ছাসেবক দলের মোস্তফা তরফদার রয়েল, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুজ্জামান, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান শামীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল, যশোর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সরকারি এম এম কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের আয়োজনে মুখে কালো পতাকা বেঁধে অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে দড়াটানা ভৈরব চত্বরে সমবেত হন ছাত্রদল নেতারা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন
যশোরে আইনজীবী সমিতির প্রতিবাদ সমাবেশ
যশোর আইনজীবী সমিতির উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের ওপর ইসরাইলের অব্যাহত বিমান হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সমিতির ১নং ভবনের সামনে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু মর্তুজা ছোট।
সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর আলম পান্নু, সহকারী সম্পাদক অ্যাডভোকেট সেলিম রেজা, সদস্য অ্যাডভোকেট মৌলতা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের নিরীহ জনগণ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। এ অবস্থায় বিশ্ব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।