বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, মানুষ যত শিক্ষিত হবে তত, ভুল ফতোয়া কম হবে। যারা আজ ফতোয়া দিচ্ছে তারা লেখাপড়া জানে না, পড়াশুনা করে না। তারা নিজের মত করেই সব কিছু চিন্তা করে। ইসলাম শুধু পরকালের জন্য না। দুনিয়ায় সঠিক কাজ কর্ম না হলে আখিরাতে কেমনে হবে।
বুধবার সকালে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন সভা ও ইমাম মুয়াজ্জিনদের মাঝে সুদ মুক্ত ঋণের চেক বিতরণ এবং ২৪-২৫ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ড থেকে অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা মিছিল মিটিং এ প্যালেস্টাইনের জন্য সমবেদনা জানাচ্ছি সব কিছু ঠিক আছে। কিন্তু সেখানে গিয়ে আমরা চুরিও করছি। আপনি জেনে শুনে দেশের সম্পদ নষ্ট করছেন। ভুল জায়গাগুলো সংশোধনের জন্য আলেম সমাজকে আমাদের নিজেদের সরকারিভাবে ট্রেনিং দেয়া উচিৎ।
যাকাতের প্রসঙ্গে তিনি বলেন, আমরা জেলা থেকে সরকারি যাকাত ফান্ডে যত যাকাত দিয়েছি তার মধ্যে ৮০ শতাংশ যাকাত আমাদের সরকার দিচ্ছে।
জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে চেকের মাধ্যমে জেলার ১৫১ জন ব্যক্তির মাঝে ৭ লাখ ৫১ হাজার ৩৩৮ টাকা বিতরণ করা হয়। এছাড়া ৯ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে সুদমুক্ত ঋণের ২ লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগে উপ পরিচালক রফিকুল হাসান, যশোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন, আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেনসহ জেলা ইমাম পরিষদের নেতাকর্মীরা।