বাংলার ভোর প্রতিবেদক
নারী, শিশু ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশাসনকে জিরো টলারেন্স (শূণ্য সহিষ্ণু) নীতি অবলম্বন করার নির্দেশ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে (ওসি) সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, নারী, শিশু ও মাইনরিটি (ধর্মীয় সংখ্যালঘু) নির্যাতন বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকতে হবে। খেয়াল রাখতে হবে নির্যাতন করে কেউ যেন কোনভাবেই পার পেয়ে না যায়।’
বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলা পরিষদ সভা কক্ষে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
জেলা প্রশাসক আজাহারুল ইসরাম আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। কোনভাবেই ষড়যন্ত্রের ফাঁদে পড়া যাবে না।’
মতবিনিময় সভায় চৌগাছায় বাসটার্মিনাল, বিশেষায়িত সবজি সংরক্ষণাগার, চৌগাছা হাসপাতালের একশ শয্যা চালু করণ, মডেল মসজিদ নির্মাণ, চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণ, চৌগাছা বাজারের যানজট নিরসনসহ বিভিন্ন সমস্যার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন সভায় অংশ নেয়া রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহসভাপতি রহিদুল খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহসভাপতি প্রভাষক বিএম হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল আলম লিটু, চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডা. সাইফুল ইসলাম কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, পৌর আইপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী প্রমুখ।
মতবিনিময় সভা শেষে নারীর ক্ষমতায়নে কয়েকজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এরপর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আউশ প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।