ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার ঝিকরগাছা থানার পুলিশ। তাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মঙ্গলবার (২২ এপ্রিল) কোর্টে সোপর্দ করা হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি বাবলুর রহমান খান জানান, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা বাজার থেকে মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়।
তিনি মাগুরা ইউনিয়নের কায়েমকোলা গ্রামের মৃত মোহর আলী সরদারের পুত্র। সোমবার সন্ধ্যায় ঝিকরগাছা থানার মামলা নং-১০(২)২৫ মূলে গ্রেপ্তার করা হয়েছে।