বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। আওয়ামী লীগ জনগণের অধিকারকে নষ্ট করেছে। বাক স্বাধীনতাকে হরণ করেছে। গণতন্ত্রকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
মঙ্গলবার সকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোর শাখার নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণ করার দায়িত্ব বিএনপির। বিএনপি জনগণের সেই স্বপ্ন পূরণে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করে বিরামহীন ধারাবাহিক আন্দোলন করেছে। আমরা গত ১৭ বছর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছি। আমরা একটি বৈষম্যহীন সমাজের কথা বলেছি। স্বাধীন গণমাধ্যম, বাকস্বাধীনতা ও ভোটাধিকারের কথা বলেছি। আইনের শাসন, মানবাধিকারের কথা বলেছি। সেটার পরিণতি পেয়েছে ছাত্রদের আন্দোলন এবং আত্মত্যাগের মধ্য দিয়ে।’
বর্তমান বাস্তবতা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গত ১৭ বছরের অভিজ্ঞতায় প্রশাসনের প্রতি ইতিবাচক মন্তব্য করার কোনো কারণ নেই। তবে এখন আমাদের উদার হতে হবে। যার যত বেশি তিক্ত অভিজ্ঞতা, তাকে তত বেশি উদার হতে হবে। এটাই হলো বাস্তবতা।
তিনি বলেন, সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের নির্দেশনা মেনে নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি বলেন, বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে হবে।
বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, কোতোয়ালি বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
শিরোনাম:
- যশোর থেকে কালীগঞ্জে এসে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
- কুয়েটের শিক্ষার্থীদের সমর্থনে যশোরে সংহতি মিছিল ও সমাবেশ
- যশোরে মহান মে দিবস পালনে প্রস্তুতি সভা
- ক্রেতা খরায় ভুগছে যশোরের শিল্প ও বাণিজ্য মেলা
- যশোরে ইউনিয়ন বিএনপির দুই নেতার দলীয় পদ স্থগিত
- বিএনপি পরিচয়ে যশোরে চাষীর ধান লুট
- শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জ গঠন ॥ সাক্ষ্য গ্রহণ ২৭ এপ্রিল
- ঝিকরগাছায় আ.লীগের আরো দুই নেতা গ্রেফতার