বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা জামায়াতে আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশে ইসলামের পতাকাবাহী একমাত্র শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এই সংগঠন খেটে খাওয়া মানুষদের আলোর পথ দেখায়।
অন্ধকার থেকে দূরে রাখে। মানুষদের শান্তির পথের সন্ধান দেয়। আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া দেশ থেকে বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর করার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। তাহলে শ্রমজীবী মানুষরা সুখ-শান্তি ফিরে পাবে। শ্রমিকদের মুক্তির জন্য ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন প্রয়োজন। ইসলামী শ্রমনীতির এই স্বতন্ত্রধারা বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে সূচনা ঘটে।
যশোরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বরেন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শহর শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের শংকরপুর হাজারীগেট এলাকায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সভাপতি মাওলানা আব্দুল মালেক খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক শামছুজ্জামান, জেলার সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান, শহর শাখার সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
৯ নম্বর ওয়ার্ড শহর শাখার সভাপতি মাওলানা গাজী মতিউর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন শহর শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা মুফতি মোস্তাক আহম্মেদ, ওয়ার্ডের আমির রাসেল মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াত নেতা নাজমুল ইসলাম।
আরবপুর ইউনিয়নের জামায়াতে দাওয়াতি সভা অনুষ্ঠিত
যশোর সদরের আরবপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ধর্মতলা কদমতলা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস বলেন, নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। সকল দায়িত্বশীলকে উঁচুমানের আমল আখলাকের অধিকারী হতে হবে। নিজেদেরকে কুরআন সুন্নাহর আলোকে সাজাতে হবে। দাওয়াতি ময়দানে কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিদের হকের দিকে খেয়াল রাখতে হবে। পেশাগত জীবনে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে দাওয়াতের আওতায় নিয়ে আসতে হবে।
আরবপুর ইউনিয়নের আমীর লেয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাসায়াতের নায়েবে আমীর অ্যাড. আব্দুর রহমান, জামায়াত নেতা আব্দুর রহিম টুটুল, রিয়াজুল ইসলাম প্রমুখ।