বাংলার ভোর প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি যশোরের আয়োজনে সোমবার সকাল ৯ টায় আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ নাজমুল আলম।
উদ্বোধন শেষে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিত করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এসে শেষ হয়। পরে সকাল ১০টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটি ও সিনিয়র জেলা ও দায়রা জজ যশোরের চেয়ারম্যান শেখ নাজমুল আলমের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর যশোরের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা জজ মো. মাইনুল হক, বিশেষ জজ আদালত যশোরের বিজ্ঞ বিশেষ জজ জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম, যশোরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, যশোর জেলা প্রশাসক ও যশোরের জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম, জিপি অ্যাডভোকেট শেখ আবদুল মোহায়মেন, পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মুর্তজা ছোট, সাধারণ সম্পাদক এমএ গফুর ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
আলোচনা সভায় বক্তরা বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে হবে। র্যালি ও সভায় আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।