মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলমা নামের (৬) এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহেশপুর পৌরসভার কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলমা উপজেলার ফতেপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আনোয়ার হেসেন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তার স্ত্রী সন্তানকে নিয়ে মহেশপুর শহরে ভাড়া বাড়িতে থাকে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খোলা জায়গায় খেলছিল ইলমা। এ সময় বিদ্যুৎ সংযোগের ছেড়া তারের ওপরে শিশুর হাত পড়লে বিদ্যুৎস্পৃষ্টে হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি।
পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।