বিদায় বেলায় আবেগাপ্লুত
নেতাকর্মীদের বললেন ভাইয়ার দিকে খেয়াল রেখো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তিনি কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথরো বিমানবন্দর ছাড়েন।
কাতারে যাত্রাবিরতি শেষে আজ সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া। সোমবার লন্ডন সময় দুপুর দেড়টার দিকে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হন তিনি। তাঁকে বহনকারী গাড়িটি বেলা ২টা ২০ মিনিটের দিকে হিথরো বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়।
খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান আছেন। বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের ভিআইপি গেটে তাঁদের বিদায় জানান তারেক রহমান। এ সময় তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও ছিলেন।
খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম হিথরো বিমানবন্দরে গিয়েছিলেন বলে জানিয়েছেন প্রেসমিনিস্টার আকবর হোসেন।
বিএনপির চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হিথরো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সড়কের দুই পাশে অবস্থান নেন। তাঁরা বিএনপির নেত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় তাঁদের হাতে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখা বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসব নেতা-কর্মী বিমানবন্দরে জড়ো হন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
বিদায় বেলায় আবেগাপ্লুত খালেদা জিয়া
যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে হিথ্রো বিমানবন্দরের নিয়ে আসেন।
বিমানবন্দরের ধূসর আকাশে যেন আবেগের এক ছায়া নেমে এলো। সময় থমকে দাঁড়ায় মুহূর্তে-মায়ের হৃদয় ছেলের হাত থেকে সরে যেতে চায় না। আবেগ সেখানে কেবল শব্দের অতীত এক নীরব কবিতা। খালেদা জিয়ার কাঁদো কাঁদো চোখে বিদায়ের আর্তনাদ। বিদায় বেলায় উদ্ভূত হয় এক আবেগঘন পরিবেশের। পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল পুত্রবধূ জুবাইদা রহমান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে যাচ্ছেন। তার ছেলে তারেক রহমান নিজের গাড়িতে করে ওনার মাকে নিয়ে যান। এই গাড়িতে সামনের আসনে ছিলেনন বেগম খালেদা জিয়া। পেছনের সিটে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’,
সোমবার লন্ডন সময় দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরে পরিবার ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান।
মাকে দেশের পথে পাঠিয়ে দেয়ার সময় ছেলের সঙ্গে হাসিমুখে কথা বলেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। পাশে থাকা লোকজন সবাইকে হাসিখুশি দেখা যায়। মা তার সন্তানকে বিদায় বেলায় গালে আদর করে দেন। তারেক রহমানও মাকে বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার (তারেক রহমান) দিকে খেয়াল রেখো। ’
খালেদা জিয়ার সঙ্গে আছেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ডা. জাফর ইকবাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান, মিসেস দিলারা মালিক, তার দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রুপা শিকদার।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন খালেদা জিয়া।