বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবগঠিত কমিটির মতবিনিময় সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান। সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সদস্য সচিব জাবের বিশ্বাস।
সভায় সদর উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক হাসিন রেজওয়ান রুহিত এবং সদস্য সচিব জাবের বিশ্বাসসহ কমিটির অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির মুখপাত্র হিসেবে সোহানুর রহমানের নাম ঘোষণা করা হয়। এছাড়াও যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভী এবং যুগ্ম সদস্য সচিব মারুফ হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাশেদ খান নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ সংগ্রামে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সদর উপজেলা কমিটির সদস্য সচিব জাবের বিশ্বাস বলেন, তারা উপজেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর সদর উপজেলার আয়োজনে এই মতবিনিময় ও পরিচিতি সভায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।