মাগুরা সংবাদদাতা
মাগুরায় আজ সোমবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন স্কুলছাত্রী ও এক ব্যবসায়ী। আহত হয়েছেন আরও দুইজন।
সকাল ৮টার দিকে মাগুরা সদর উপজেলার ইছাখাদা দরগার গেট এলাকায় মাগুরা-হাটগোপালপুর সড়কে একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন সিএনজির যাত্রী ও চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম আব্দুস ছালাম খান (৬৫), তিনি মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের বাসিন্দা । ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পিবিআই ঝিনাইদহ টিম। জানা গেছে, তিনি ডাক্তার দেখাতে ঝিনাইদহ যাচ্ছিলেন। পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল থেকে ফেরার পথে নিহত হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী মারিয়া (৭)। এ ঘটনায় তার সহপাঠী হাবিবা (৮) আহত হন এবং মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রমনগর হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, দুটি ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গোল্ডেন লাইন বাসটি জব্দ করা হয়েছে।