বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর কারিগরপাড়ায় রেহেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া ৯ শতক জমি জোরপূর্বক দখল চেষ্টা করেছে প্রভাবশালী চক্র। তাদের প্রাণনাশের হুমকি, মারধরে জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী।
সংবাদ সম্মেলনে রেহেনা বেগম জানান, সদর উপজেলার নরেন্দ্রপুর মৌজায় ৯ শতক জমির তিনি বৈধ মালিক। এই জমি তার নামে নামপত্তন করা হয়েছে। খাজনাও নিয়মিত পরিশোধ করেছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী সাত্তার খন্দকার, আব্দুল হাই খন্দকার, ফসিয়ার , ওলিয়ার, মাছুদ, মাফুজসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন ভূমিদস্যু লোক দীর্ঘদিন ধরে তার জমি দখলের পাঁয়তারা করছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। চলমান মামলায় আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
আসামিরা আদালতের নির্দেশ অমান্য করে এবং একাধিকবার স্থানীয় সালিশ বিচারও মানতে অস্বীকার করে। সর্বশেষ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে আসামিরা লাঠিসোটা নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে এবং গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় কয়েক শতক জমি দখল করে ঘরের পিলার তৈরির কাজ শুরু করে। রেহেনা বেগম ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে আসামিরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা মারপিটের চেষ্টা করে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
রেহেনা বেগম আরও বলেন, আসামিদের কার্যকলাপের কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছি। সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।