বাংলার ভোর প্রতিবেদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে যশোরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল করীম যশোরী।
বিক্ষোভ সমাবেশ শেষে দড়াটানা ভৈরব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে খুলনা বাসস্ট্যান্ড প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লী, কওমী মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ৪ দফা দাবি উত্থাপন করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিলো,২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার ও ফ্যাসিবাদী সরকারের আমলে দায়েরকৃত হেফাজত নেতৃবৃন্দের সকল মিথ্যা মামলা প্রত্যাহার। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নারী সংস্কার কমিশনের দাখিলকৃত ৩১৮ পৃষ্ঠার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কুরআন-হাদীস বিরোধী এবং আংশিক কুরআন-হাদীসের সাংঘর্ষিক হওয়ায় এই প্রস্তাবনা ঘৃণাভরে প্রত্যাখ্যান ও বাতিলের দাবি। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবিত ‘বহুত্ববাদ’ বাতিল করে মহান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসের ধারা পুনর্বহাল। ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধ এবং ভারতের মোদী সরকারের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল।
সমাবেশে বক্তারা, বহুত্ববাদের প্রস্তাবকে বিতর্কিত ও শঙ্কার কারণ হিসেবে উল্লেখ করেন বলেন, বহুত্ববাদ ইসলামী শরিয়তের পরিপন্থি। এছাড়া ওয়াকফ বিল এর প্রস্তাবনা ইসলামী উত্তরাধিকার আইন ও ইসলামী পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের অন্যতম কারণ। এই আইনের ফলে সমাজ ব্যবস্থা চরম অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত ও অপরাধীদের শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজির উদ্দীন, হেফাজতে ইসলামের নেতা মাওলানা আব্দুল মান্নান, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মুফতি শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মাসউদুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী