Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
  • গৌরবের বিজয়ের দিন আজ
  • বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
  • যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
  • ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
  • যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
  • তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সবজি ও চালের দাম কমলেও স্থিতিশীল মাছ ও মাংসের দর

banglarbhoreBy banglarbhoreমে ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাজারে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহের ফলে অনেকটাই কমেছে সবজির দাম। কমছে চালের দামও। তবে একেবারেই উল্টো চিত্র মাছ, মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের বাজারে। সব ধরনের মাছ ও মাংসের দাম স্থিতিশীল। ডাল, তেল, মসলার বাজারেও একই অবস্থা বিরাজ করছে। বিক্রেতারা জানান, গত সপ্তাহ থেকে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এতে প্রতিটি সবজির দাম কিছুটা কমেছে। শুক্রবার যশোর শহরের বড়বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার, রেলস্টেশন বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

শহরের বেলগেট এলাকার বাসিন্দা আফজাল হোসেন। পেশায় তিনি একজন শ্রমিক। সবজি কিনতে এসেছিলেন রেল বাজারে। তিনি বলেন ‘কিছুদিন আগেও বাজারে বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন সহনীয় পর্যায়ে এসেছে। বাজারে এখন প্রতি কেজি সবজির দাম ২০ থেকে ৬০ টাকার মধ্যে রয়েছে।

প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন সবজির দাম ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার যশোরের বাজার ঘুরে এমন তথ্য মিলেছে।

গত সপ্তাহে যে ঢেড়স বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি সেটা এখন ২০-২৫ টাকা। কুমড়ো ৪০ টাকা থেকে কমে এখন ২০-২৫ টাকা। ৫০ টাকার পটল বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি। ঝিঙে, ধুন্দল ৫ টাকা কমে ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা কাঁঠাল ১০ টাক কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। গত সপ্তাহে পুঁইশাকের দাম ছিল ৪০ টাকা কেজি। তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকা। কাঁচকলার দাম ৪০-৫০ টাকা, বেগুন মানভেদে ৪০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। ২০ থেকে ২৫ টাকা কমে কাঁচা ঝাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।
চালের বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রকার চালের দাম ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে। মিনিকেট চাল প্রতি কেজি ৬৪-৬৮ টাকা। বাসমতি চাল ৮০ থেকে ৮৪ টাকা। কাজল লতা ৬০ থেকে ৬২ টাকা।

চাল ব্যবসায়ী একে ট্রেডার্সের মালিক অসিম কুন্ডু জানান, এখন নতুন চাল উঠছে। রোজ সরবরাহ বাড়ছে। তাই দাম কিছুটা কম। তবে চাল মজুদদাররা মজুদ করা শুরু করলে দাম বাড়বে।

উত্তম ট্রেডার্সের মালিক উত্তম কুন্ডু জানান, এখন চালের ভরা মৌসুম। সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কম। তবে কোরবানির পর থেকে চালের দাম বাড়তে পারে।

বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা গেছে, বাজারে খোলা সয়াবিন তেলের দাম ১৯০ টাকা লিটার যা অপরিবর্তিত রয়েছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে এটি। সরিষা তেলের দাম মান ভেদে ১৯০ থেকে ২০৫ টাকা কেজি।

তবে মশলার বাজার গরম। ব্যবসায়ীরা আশংকা করছেন কোরবানির পূর্ব মুহূর্তে মশলার বাজার আরেক দফা চড়া হতে পারে।

মুদি ব্যবসায়ী বিপুল স্টোরের মালিক বিপুল রায় জানান, বর্তমানে ভালো মানের এলাচ ৫৫০০ থেকে ৬০০০ টাকা কেজি। অন্যান্য মশলা প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে পর্যায়ক্রমে। যা কোরবানি ঈদে আরো বেড়ে ভোগান্তিতে ফেলতে পারে ভোক্তাদের।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, সব রকম মুরগির দাম গত সপ্তাহ থেকে ২০ থেকে ৩০ টাকা কম। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ টাকা। এখন সেটা ২০ টাকা কমে ১৮০ টাকা। লেয়ার মুরগি ১০ টাকা কমে এখন ৩২০। কক মুরগি ৩২০ টাকা। সোনালী মুরগি ২৭০ টাকা থেকে কমে এখন ২৪০ টাকা কেজি।

ব্যবসায়ী জনি বলেন, বাজারে এখন মুরগির দাম কম রয়েছে। তবে আসন্ন কোরবানি উপলক্ষে দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাঠেরপুলে গরুর মাংসের বাজারে গিয়ে দেখা যায়, গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। সাব্বির বীফ হাউসের ম্যানেজার টিটো বলেন, হাটে গরু উঠছে কম। যা উঠছে তা বেশি দামে আমাদের কিনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে গরুর মাংসের দাম বাড়তে পারে। তবে খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস

ডিসেম্বর ১৬, ২০২৫

গৌরবের বিজয়ের দিন আজ

ডিসেম্বর ১৬, ২০২৫

বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম

ডিসেম্বর ১৬, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.