বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও এর বাস্তবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন, এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এই অবহিতকরণ সেমিনার করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, জেলা ভোক্তার উপপরিচালক সেলিমুজ্জামান, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নিত্যপ্রয়োজনীয় জিনিসের নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার ওপর জোর দেন।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের যে দাম সেই দামে বিক্রি করতে হবে। বেশি দাম নেওয়া যাবে না।
তিনি আরও বলেন, অনেক সময় দাম বেশি দিলে জিনিস পাওয়া যায়, কিন্তু কম দামে ভোক্তা জিনিস পায় না। এমন হতেই পারে না।
জেলা প্রশাসক কঠোর হস্তে এই ধরনের অপরাধ দমনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাধারণ ভোক্তা যেন ভোগান্তির শিকার না হয়। তিনি ভোক্তা এবং ব্যবসায়ীদের পারস্পরিক দায়বদ্ধতা থেকে কাজ করার আহ্বান জানান।