স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) গত এক বছর (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) ১৪৮৯টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই অভিযানে ৪৯২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্র দ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে, সীমিত জনবল ও লজিস্টিক সাপোর্টের কারণে সীমান্তবর্তী এই জেলায় মাদক নির্মূলে সংস্থাটিকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
এক বছরের অভিযানে ৪৭৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৫৮টি নিয়মিত মামলা এবং ৩১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে দায়ের করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার ও জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট ৩৬ হাজার ৫৭১ পিস, গাঁজা ৮৬ হাজার ৫৫৪ কেজি, ফেনসিডিল ৬৫৬ বোতল, বিলাতী মদ ২৪ দশমিক ২৫ লিটার, তাড়ী ২৮০ লিটার, চোলাই মদ ১০ লিটার, রেক্টিফাইট স্পিরিট ২৪ দশমিক ২ লিটার, ট্যাপেন্ডাডল ২৮ পিস, হেরোইন ০৩ গ্রাম, গাঁজা গাছ ১টি, জব্দকৃত নগদ টাকা ৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা এবং মোটরসাইকেল ১টি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু অভিযান পরিচালনা করেই ক্ষান্ত হয়নি। মাদকবিরোধী নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রমও হাতে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা ৩৫টি, মেন্টর প্রশিক্ষণ ২৪ জন, ক্রীড়া প্রতিযোগিতা ৩টি, বিতর্ক প্রতিযোগিতা ১টি, রচনা প্রতিযোগিতা ১টি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১টি, শিক্ষার্থীদের মাঝে কলম-স্কেল-ছাতা ও জ্যামিতি বক্স বিতরণ ১ হাজার টি, লিফলেট-ডায়েরি-ক্যালেন্ডার-ছাতা-ফোল্ডার ও ক্রীড়া সামগ্রী বিতরণ ৯০০ টি।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানান, প্রত্যেক অভিযান মামলা বা আসামি আটক হয় না। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে তাদের কাজ করতে হচ্ছে। যশোর জেলা সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের চাপ তুলনামূলক বেশি।
তিনি বলেন, আমরা ইচ্ছা করলেই অভিযান জোরদার করতে পারি না। আমাদের ৮টি উপজেলায় দায়িত্ব পালন করতে হয়। একটি মাত্র গাড়ি রয়েছে। লজিস্টিক সাপোর্ট পাচ্ছি না। এছাড়া আমাদের নিজস্ব ভবন নেই, ব্যারাক নেই। তাৎক্ষণিক অভিযান চালাতে হলে সবাইকে ভাড়া বাড়ি থেকে আসতে হয়। একটা অভিযানে যাবো ইউনিফর্ম পরে রিকশা, টেম্পুতে চড়ে এটা আমাদের জন্য অনেক সময় বিব্রতকর মনে হয়।
তিনি আরও বলেন, এই সব প্রতিকূলতা সত্ত্বেও তারা মাদক দমন ও নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদকমুক্ত সমাজ গড়তে তিনি সাধারণ মানুষের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য ও সহযোগিতা কামনা করেন।