বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী থানা শাখার উদ্যোগে যশোরে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নতুন খয়েরতলা এলাকার মোহাম্মদ রাসুলুল্লাহ (সঃ) ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন করা হয়।
২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মানবিক কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জামায়াতের পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। তিনি বলেন, “২৪ জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় ছাত্রদের অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকার কথা। আজকের প্রজন্মকেও সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অফিস সেক্রেটারি গাউসুল আজম। তিনি বলেন, “দরিদ্র ও এতিমদের পাশে দাঁড়ানো ইসলামের নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের কাজ সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন রেজওয়ান হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওয়ার্ডের সেক্রেটারি জাহাঙ্গীর কবির, রবিউল ইসলাম, আনোয়ার সাদাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।