মাগুরা সংবাদদাতা
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাগুরা- ২নং আসনের নির্বাচনী দ্বায়িত্বশীলদের নিয়ে রবিবার সকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্স দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন-জেলা জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক এম বি বাকের।
প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।
মাগুরা -২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূর আহমেদ আলী, শালিখা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী, রবিউল ইসলাম জেলা যুব ও ক্রীড়া সম্পাদকসহ আরো অনেকে।
সমাবেশে মাগুরা -২ আসনের ১৪৩ কেন্দ্রের সভাপতি ও সদস্য সচিবসহ ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা ও জেলা কমিটির বিভিন্ন দ্বায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দ্বায়িত্বশীলদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন জেলা কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আমীরসহ নেতৃ।