বাংলার ভোর প্রতিবেদক
দেশের শীর্ষস্থানীয় নওয়াপাড়া শিল্পগ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রলবোমা হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোরের নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করে।
নওয়াপাড়া বন্দর ট্রাক ট্রান্সপোট সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও আমদানিকারক, রপ্তানিকারক, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘন্টার মধ্যে বোমা হামলায় জড়িতদের আটক না করলে নওয়াপাড়া নৌ বন্দর অচল করে দেয়ার হুশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুই যুগের বেশি সময় দেশের অন্যতম শিল্পগ্রুপ নওয়াপাড়া ব্যবসা করছে। দেশের আমদানি রপ্তানিতে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। গত শুক্রবার ভোর রাতে দুর্বৃত্তরা যশোরের নওয়াপাড়া বাজারে অবস্থিত প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এই হামলা পূর্বকল্পিত। হামলার মূল উদ্দেশ্য নওয়াপাড়াতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা। নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, নওয়াপাড়া গ্রুপে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
এ গ্রুপের উপর যেকোনো হামলা শ্রমিক, ব্যবসায়ী আমদানিকারকরা প্রতিহত করবে। মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের আটক করার দাবি জানানো হয়। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ করে নওয়াপাড়া অচল করে দেয়ার হুশিয়ারি দেন অংশগ্রহণকারী নেতৃবৃন্দ।
নওয়াপাড়া ট্রান্সপোর্ট সমিতির সভাপতি কাজী গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হাসান লিপু, থানা বিএনপির সহ সভাপতি শেখ আসাদুল্লাহ আসাদ, সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লা, ব্যবসায়ী আসাদুর রহমান আসাদ প্রমুখ।
এদিকে শিল্পনগর নওয়াপাড়া নৌ বন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রলবোমা হামলার ঘটনায় আতংক বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে। ঘটনার দুই দিন পার হলেও এই ঘটনার রহস্য উদঘাটন ও কাউকে আটক করতে না পারায় ক্ষুব্ধ ব্যবসায়ীরাও।
এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্রয় প্রতিনিধি সাইফুল ইসলাম অভয়নগর থানায় অভিযোগ দিয়েছেন। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম। তিনি বলেন, ‘সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পর্যালোচনা করে জড়িতদের আটকে অভিযান চলমান রয়েছে।’