বাংলার ভোর প্রতিবেদক
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সোমবার জেলা শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা দেশে স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক সেটি চায় না। নির্বাচন বিলম্বিত হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। তাই দেশকে গণতান্ত্রিক ধারায় নিতে দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।
শহরের মণিহার বিজয় স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, পি আর পদ্ধতিতে অনেকে নির্বাচনের কথা বলছেন। অতীতে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশের মাধ্যমে জনগণ ভোট দানের সুযোগ পেয়েছে। আগামীতে সেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করবেন তাই সংসদে গিয়ে পি আর পদ্ধতিতে নির্বাচন হবে কি না? সেটি নিশ্চিত করবেন।
নেতৃবৃন্দ বলেন, আজকে গুটি কয়েক রাজনৈতিক নেতারা বল্গাহীন বক্তব্য দিয়ে রাজনীতিকে আবারও কলুষিত ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদের নামে কটুক্তি করছে। কিন্তু আমরা কোন রাজনৈতিক দলের নেতাকে নিয়ে ন্যুনতম কটুক্তি করি না। কাউকে আঘাত করে আমাদের নেতারা বক্তব্য দেন না। এটা বিএনপির রাজনৈতিক শিক্ষা। বিএনপি কোন ভেসে আসা সংগঠন নয়। এই দেশে বিএনপির শেঁকড় অনেক গভীরে। আজকে দেশের বর্তমান বাস্তবতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি জনগণ অবিচল আস্থা রেখেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছে। তারাই দেশ নিয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ থেকে সকলকে সজাগ থাকতে হবে, যাতে করে ফ্যাসিস্টের দোসররা কোনভাবে মাথাচাড়া দিতে না পারে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, শ্রমিক দল নেতা রানা মীর, গাজী জামির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও জেলা শ্রমিক দল নেতা কামরুল ইসলাম