বাংলার ভোর প্রতিবেদক
ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোরের আইটি পার্ক হোটেল অ্যাণ্ড রিসোর্টে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মাসুদুর খান ফাউণ্ডেশন ও আইটি পার্ক হোটেল অ্যাণ্ড রিসোর্ট কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বক্তারা এ দুর্ঘটনাকে একটি হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। দোয়া পরিচালনা করেন যশোর সরকারি সিটি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন আইটি পার্ক হোটেল অ্যাণ্ড রিসোর্টের অপারেশন ম্যানেজার আতিকুর রহমান, সেলস ও মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার আসলামুল আলম, মাসুদুর খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামসুজ্জামান স্বজনসহ অন্যান্যরা।