বাংলার ভোর প্রতিবেদক
যশোর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার চাইপাই কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সার্বিক অনুষ্ঠানে অতিথি ছিলেন, গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. শান্ত, হাবিবুর রহমান রুবেল, আলী আকবর ও সোহাগ, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, মশিয়ার রহমান ও অশোক দাস, কোষাধ্যক্ষ শাহ জাহান, সংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং শ্রী দুলাল, দপ্তর সম্পাদক আখতার ও আনোয়ার, প্রচার সম্পাদক শাহ জামাল ও সোহাগ হোসেন, সদস্য মোস্তফা কামাল, মনির হোসেন, জিয়া রহমান, শফিকুল ইসলাম, কামাল হোসেন, মো. বাবুল, মিলন হোসেন, নজরুল ইসলাম, শামীম হোসেন।