বাংলার ভোর প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা কার্যালয়ে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোছাইন, গোলাম কুদ্দুস, রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাসসহ সকল সদস্য।
এদিকে, বিমান দুর্ঘটনায় ঢাকার মাইলস্টোন কলেজের অনেক ছাত্র-ছাত্রী হতাহত ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসেন এবং প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস গভীর শোক প্রকাশ ও মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করেছেন।
শোকাহত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন।