মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
গত মঙ্গলবার রাতে কাজীরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মাঠ থেকে এসব উদ্ধার করা হয়।
বুধবার সকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে সামন্তা বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরের নিশ্চিন্তপুর মাঠ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেন।
উদ্ধার করা পিস্তল, গুলি ও ম্যাগাজিন মহেশপুর থানায় জমা দেয়া হয়েছে।