বাংলার ভোর প্রতিবেদক
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাবলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিন ওরফে বদুকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই অলক কুমার জানান, ১৯৯৬ সালে যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি বাবলু হত্যা মামলার অন্যতম আসামী মোসলেম উদ্দিন ওরফে বদু।
ওই হত্যাকাণ্ডের পর বদু দীর্ঘ ২৮ বছর ধরে ভারত ও মালয়েশিয়ায় পলাতক ছিল। তার বিরুদ্ধে এই হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা ছাড়াও অস্ত্র মামলায় ১০ বছরের সাজা পরোয়ানা রয়েছে।