বাংলার ভোর প্রতিবেদক
যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উৎসবমুখর পরিবেশে টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিকী হল রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২২৮ ভোটের মধ্যে ২২৭ জন ভোটাধিকার প্রদান করেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় এ পদে পরবর্তীতে আবারো নির্বাচন হবে।
সভাপতি নির্বাচিত হয়েছেন, মোটরসাইকেল প্রতীকের মঈদ উদ্দীন টেনিয়া। তিনি ভোট পেয়েছেন ১৩৯ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেয়ার প্রতীকের রেজানুল করিম পেয়েছেন ৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে বাস প্রতীকের নেছার আহমেদ মুন্না পেয়েছেন ১১০ ভোট। একই পদে মই প্রতীকের রউফ ভুঁইয়াও পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
এছাড়া কমিটির অন্য পদের মধ্যে ১২০ ভোটে সহসভাপতি নির্বাচিত হয়েছেন টেবিল ফ্যান প্রতীকের ইনসান আলী ও ১১০ ভোটে টেবিল ঘড়ি প্রতীকের নুরুল ইসলাম। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি, ছাতা প্রতীকের আব্দুল জলিল ১০৩ ও মিনার প্রতীকের রবিউল হোসেন পেয়েছেন ৯৮ ভোট। সহসাধারণ সম্পাদক পদে ১২৫ ভোট পেয়ে ইমরান হোসেন ও ১২২ ভোট পেয়ে অহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী আম প্রতীকের ইসমাইল হোসেন ১০০ ও মোমবাতি প্রতীকের রহিম উদ্দীন রাজ ৯৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে বই প্রতীকের সবুজ তালুকদার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মশাল প্রতীকের ইলিয়াস কবির বাবু পেয়েছেন ১০২ ভোট। প্রচার সম্পাদক পদে মাইক প্রতীকের ফিরোজ মোড়ল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী টেলিভিশন প্রতীকের সামিনুল ইসলাম পেয়েছেন ৯৫ ভোট। কোষাধ্যক্ষ পদে তালা প্রতীকের মনিরুল ইসলাম ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হযেছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী চাবি প্রতীকের আব্দুস সামাদ ৯৩ ভোট পেয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. ইসহক। কমিশনের সদস্য ছিলেন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। রিটার্নিং কর্মকর্তা ছিলেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক ইবাদত হোসেন।