বাংলার ভোর প্রতিবেদক
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় যশোরে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা যশোর কালেক্টরেট জামে মসজিদ, মডেল মসজিদ, কাজীপাড়া কাঠালতলা মসজিদ, সরকারি এম এম কলেজে মসজিদ, মারকার্স মসজিদসহ বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে এই মুনাজাত ও দোয় করা হয়।
কালেক্টরেট জামে মসজিদে মোনাজাতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, যশোরে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রমুখ।
এছাড়া বেজপাড়া সর্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।