বাংলার ভোর ডেস্ক
“জুলাই পুনর্জাগরণে সমাজগঠণে” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার যশোরসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
খামারবাড়ি, ঢাকা থেকে ভার্চুয়াল সংযুক্তির মাধ্যমে কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধন করা হয়, যার সঙ্গে যুক্ত ছিল জেলা শিল্পকলা একাডেমি, যশোর। পরবর্তীতে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়, যশোরের যৌথ উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক অনিতা মল্লিক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী, সাহসী নারী কর্মী, ‘জুলাই যোদ্ধা’সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি দেশব্যাপি সামাজিক পুনর্জাগরণ ও নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।
ঝিকরগাছা
ঝিকরগাছা সংবাদদাতা জানান, শনিবার সকালে পরিষদ কনফারেন্স রুমে জাতীয় কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। দেশব্যাপি ভার্চুয়ালি একযোগে শপথবাক্য পাঠ করান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
জাতীয় কর্মসূচির আলোকে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।
বাঘারপাড়া
বাঘারপাড়া সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশব্যাপি নারী ও সমাজ উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা।
উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেশবপুর
কেশবপুর সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন এবং তিনি নিজেই শপথ গ্রহণ করেন ও উপস্থিত সকলের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মাগুরা
মাগুরা সংবাদদাতা জানান, সকাল ৯ টায় শহরের নোমানি ময়দানে মাগুরা জেলা অডিটোরিয়ামে ভার্চুয়ালি অনুষ্ঠানে সারা দেশের সাথে মাগুরা জেলা এ শপথ পাঠে অংশ নেয়।
এ সময় জেলা প্রশাসক অহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।
শপথ পাঠ অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শপথ পাঠ শেষে একক ওলীয় নৃত্য এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়।