বাংলার ভোর প্রতিবেদক
কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যশোরের অন্যতম মহিলা ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি শহরতলীর উপশহরে নতুন শাখার উদ্বোধন করেছে। শনিবার উপশহরের ই-ব্লকে ফিতা ও কেক কেটে শাখাটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার হারুন অর রশিদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি সংগঠনের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সমাজসেবক হাবিবুর রহমান বাবুল।
এছাড়া উপস্থিত ছিলেন সোসাইটির ম্যানেজার (অর্থ) অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম প্রোগ্রাম ম্যানেজার-০১ রোকনুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম লাল্টু, ইউনিট ম্যানেজার মিজানুর রহমান, আসলাম আলী, সিরিয়া সুলতানা রিনা, নূরজাহান আক্তার, শাহিনা আক্তার সীমা, হালিমা খাতুন শিল্পী, ডালিয়া আফরোজসহ জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাছিমা আফরোজ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন।