বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আট দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণ মেলা-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার মেলার সমাপনী দিনে উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ৩০ টি স্টলে নার্সারি উদ্যোক্তারা বিভিন্ন প্রকারের গাছের চারা প্রদর্শন করেন। ৩০ টি স্টলের মধ্যে তন্দ্রা নার্সারির আব্দুল আলিম প্রথম, ঈশা নার্সারির আমিনুল ইসলাম দ্বিতীয় ও বিসমিল্লাহ বনসাইয়ের সাজ্জাত হোসেন, পৌর নার্সারির প্যারিস যৌথভাবে তৃতীয় হয়েছেন। যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডলের সভাপতিত্বে ও ফরেস্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবুল হাসান, বিএডিসির সহকারী পরিচালক জিএম নূরুজ্জামান প্রমুখ।
এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে নার্সারি উদ্যোক্তাতা হিসেবে বোরহান উদ্দিন, গোলাম রসুল, রবিউল ইসলাম, গোলাম রসুল, রফিকুল ইসলাম, পিয়াল হোসেন, ইউসুফ হোসেন, সুব্রত শুভ ছাড়াও কৃষি সম্প্রসারণ খামার বাড়ি, কৃষি উন্নয়ন কর্পোরেশন ও সামাজিক বন বিভাগকে সম্মননা ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।