বাংলার ভোর প্রতিবেদক
‘জুলাই বিপ্লবের’ চেতনায় অনুপ্রাণিত নতুন প্রজন্মের শিল্পকর্ম নিয়ে প্রাচ্য গ্যালারিতে শুরু হয়েছে দশ দিনব্যাপী চিত্র প্রদর্শনী “শিশু‑মননে জুলাই বিপ্লব”। শনিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ডিডিএলজি রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আকাদেমির অধ্যক্ষ ও শিল্পী আশরাফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও প্রাচ্য আকাদেমির চেয়ারম্যান বেনজীন খান।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের নির্বাহী সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাচ্যসংঘের সদস্য সোহানুর রহমান।
আলোচনা সভা শেষে প্রাচ্য আকাদেমির শিশু শিল্পীরা আবৃত্তি পরিবেশন করে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
প্রদর্শনীটি ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে।