বাংলার ভোর প্রতিবেদক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যশোরে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় শহরের গরিবশাহ সড়কস্থ শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) সহযোগী সংগঠন যুব ও সাংস্কৃতিক ফোরাম।
এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন কর্মসূচিতে অংশ নেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আলোক প্রজ্জা¡লনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, অধ্যাপক সুরাইয়া শরীফ, নারী নেত্রী কামরুন্নাহার কণা, প্রাইডের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা,
আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, সাংষ্কৃতিক কর্মী সুকান্ত দাস, যুব ও সাংস্কৃতিক ফোরামের আহবায়ক আলমগীর কবীর, আইইডি’র উন্নয়ন কর্মকর্তা কিশোর কুমার কাজল।